Story Behind the Craft

নিজের জন্যে উপহার – একটি কাস্টমাইজ ক্লাসিক নাম ফ্রেমের গল্প

একটা গিফট সবসময় অন্য কারোর জন্য হয়—এই ধারণাটা আমার কাছে ঠিক মনে হয় না। আমরা গিফট দিই যাদের ভালোবাসি, যাদের জন্য শুভকামনা করি। তাই তো?

তাহলে সবার আগে নিজেকেই ভালোবাসা উচিত। নিজের শুভকামনায় নিজেকেই একটা গিফট দেওয়া—এটাই তো হওয়া উচিত। অনেক দিন ধরেই ভাবছিলাম নতুন কিছু বানাবো। হঠাৎ মাথায় এলো—নিজের নামেই একটা কাস্টম ফ্রেম বানানো যায়!

তাই বানিয়ে ফেললাম এই “ARNAB” ফ্রেমটা—একটা এমন কিছু, যেটা শুধু ছবি নয়, বরং কিছু স্মৃতি, পার হয়ে আসা সময়, আর অনেকগুলো গল্প।

ARNAB—আমার নিজের নাম। এই নামের প্রতিটা অক্ষরে রেখেছি জীবনের এমন কিছু মুহূর্ত, যা আমার কাছে অমূল্য। কলেজের দিন, একা ঘোরা, স্কুলের রিইউনিয়ন, কিছু বিশেষ উৎসব—সব মিলিয়ে যেন একটা ছোট্ট জীবনের ডায়েরি।

এই কাজটা বানাতে গিয়ে উপলব্ধি করেছি—নিজেকে গিফট দেওয়ার মানে শুধু একটা প্রোডাক্ট দেওয়া নয়, বরং নিজের প্রতি ভালোবাসা ও সম্মান দেখানো।

এই কাজটা আমি বানিয়েছিলাম প্রায় দুই বছর আগে। আজও আমার ডেস্কে রাখা আছে। যখনই চোখ পড়ে, মনে হয়—এই আমিটা নানা রঙে, নানা মুহূর্তে তৈরি, আর আমি নিজের কাছেই স্পেশাল।

এই কাজটা থেকে যা শিখেছি:
প্রতিটা নামের পেছনে একটা গল্প থাকে, থাকে ভালোবাসা আর অসংখ্য স্মৃতি। এই ফ্রেম সেই স্মৃতিগুলোকেই আরো স্পষ্ট করে তোলে—প্রতিটা অক্ষরে, প্রতিটা ছবিতে।

তুমি যদি চাও তোমার নামেও এমন একটা গল্প তৈরি হোক বা তোমার প্রিয় জনের জন্যে এমন কিছু তৈরি করতে চাও, তাহলে এখনই মেসেজ করো বা নিচের লিংকে গিয়ে একটা ফ্রেম অর্ডার করতে পারো—তোমার গল্প আমরা ফ্রেমে বাঁধব।
আর হ্যাঁ, শুধু নিজের নাম নয়—তারিখ, সম্পর্কের নাম (যেমন: Sister, Brother, Teacher) দিয়েও এমন ফ্রেম বানানো যায়।

One thought on “নিজের জন্যে উপহার – একটি কাস্টমাইজ ক্লাসিক নাম ফ্রেমের গল্প

  1. Davidillug says:

    Решения по отслеживанию времени поддерживают бизнес-процессы, упрощая контроль времени работы.
    Инновационные инструменты обеспечивают точный мониторинг в режиме реального времени , снижая погрешности в расчётах .
    Совместимость с кадровыми системами облегчает формирование отчётов а также контроль больничными, сверхурочными.
    анализ действий сотрудников
    Автоматизация процессов экономит время HR-отделов, позволяя сосредоточиться на стратегических целях .
    Интуитивно понятный интерфейс гарантирует удобство использования как для администраторов, сокращая период обучения .
    Надёжные решения предоставляют отчёты в реальном времени, способствуя принятию решений на основе данных.

Leave a Reply